নারীদের চুলে সিঁথি করার হুকুম
প্রশ্ন: নারীদের চুলে সিঁথি করার হুকুম কি? মাথার একপাশে কিংবা বাঁকা করে সিঁথি করা যাবে কি? ▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬ উত্তর: সিঁথি চুলের একটি সৌন্দর্য। চুলে সিঁথি করা রাসূল (ﷺ) থেকে প্রমাণিত সুন্নাহ। রাসূল (ﷺ) সবসময় মাথার চুল গুছিয়ে রাখতেন।তিনি কখনো মাথার মাঝখানে সিঁথি করতেন, কখনো বা চুল ছেড়ে রাখতেন। এমনকি রাসূল (ﷺ) বলেছেন, مَنْ كَانَ لَهُ شَعْرٌ …