কিয়ামতের দিন সমস্ত মানুষকে কয় শ্রেণীতে বিভক্ত করা হবে
পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি।অতঃপর কুরআন সুন্নাহর দলিলগুলো পর্যালোচনা করলে প্রমাণিত হয় যে কেয়ামতের দিন সমস্ত মানুষ সর্বমোট তিন দলে বিভক্ত হয়ে পড়বে। ইমাম ইবনু কাসীর (রাহিমাহুল্লাহ) সহ একদল আলেমগন বলেন, কেয়ামতের …