কিবলার দিকে পা করে বসা বা ঘুমানো যাবে না এ কথা কি সঠিক
পশ্চিম (কিবলা) দিকে পা করে বসা কিংবা ঘুমানো নিষিদ্ধ মর্মে কুরআন সুন্নাহতে এমন কোন বিশুদ্ধ দলিল আছে বলে আমাদের জানা নাই। আর ইসলামে দলীল বিহীন কোন কিছুকে উত্তম, হারাম কিংবা মাকরূহ বলার সুযোগ নেই। যদিও হানাফী মাযহাবের কোন কোন আলেম ঘুমের সময় বা অন্যান্য সময় কিবলার দিকে পা রাখাকে মাকরূহ (অপছন্দনীয়) বলেছেন। কিন্তু এগুলো দলীল …