মহান আল্লাহ কোথায় এবং রহমান আরশের উপরে উঠেছেন এই বিষয়ে বিশুদ্ধ আক্বীদা
প্রশ্ন: মহান আল্লাহ কোথায়? “রহমান আরশের উপরে উঠেছেন” এই বিষয়ে আহলে সুন্নত ওয়াল জামাআতের বিশুদ্ধ আক্বীদা কি? ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ ভূমিকা: নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানের উর্ধ্বে তাঁর ‘আরশের উপর উঠেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, “একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয় তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ …