যেসব বিদআতি দলের সঙ্গে সালাফি আক্বীদায় মৌলিক মতভেদ রয়েছে তাদের সঙ্গে কি কুফর ও শিরকের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া বৈধ
প্রশ্ন: যেসব বিদআতি দলের সঙ্গে সালাফি আক্বীদায় মৌলিক মতভেদ রয়েছে, তাদের সঙ্গে কি কুফর ও শিরকের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ? ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ প্রথমত: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর সালাফি …