আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
? বিবাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি মহান নিয়ামাত
?
? । তবে দুঃখজনক হলেও সত্য, বিবাহের (আগে, চলাকালীন ও পরে) বিভিন্ন সহীহ সুন্নাহ সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে অনেকে বিবাহকে কেবল জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্র হিসেবে দেখেন; যার ফলে তাদের দ্বারা বিভিন্ন সহীহ সুন্নাহ পালন করা তো বহু দূরের কথা বরং অনেকে জানেই না ।
?
❌
✳
? আল্লাহ তাআলার প্রশংসা ও তাঁর প্রিয় নবীর প্রতি দুরুদ সহকারে এই দুআ করছি, হে আমাদের মহান রব, আপনি বিবাহিত ভাই-বোনদের নিম্নোক্ত লিখনীতে উল্লেখিত ও না বলা সুন্নাহ গুলো (জেনে মনে রাখার পাশাপাশি) আমাল ও প্রচার করার তাওফিক দান করুন এবং আমরা যারা এখনো অবিবাহিত রয়েছি তাদের অতি শীঘ্রই শারীরিক ও অর্থনৈতিক অপূর্ণতা এবং বিভিন্ন প্রতিকূলতা দূর করে বিবাহ করে সব সুন্নাহ গুলো যথাসম্ভব পালন করার তাওফিক দান করুন (আমিন)।
✅
? নিম্নোক্ত লিখনীতে বিবাহ সম্পর্কিত রত্নসদৃশ ৭০টি+ সুন্নাহ (১২০টি+ সহীহ-হাসান হাদিসের আলোকে) তুলে ধরা হয়েছে (শেষ পৃষ্ঠায় সংক্ষিপ্ত সূচী দেয়া আছে)।
♻নিচে যথাক্রমে নাম ও ডাউনলোড লিংক দেয়া হলো-
?
? বিবাহ করার ফলে (আগে ও পরে) প্রায় ৭০টি+ সুন্নাহ -এর উপর আমাল এবং বেশ কিছু গুণ অর্জন করার ক্ষেত্র সৃষ্টি হয় যেগুলো অবিবাহিত কারো দ্বারা করা অসম্ভব
?
অথবা
https://drive.google.com/