Site icon Tawheed Media

সহিহ হাদিসের আলোকে ঘুমের আগে সুন্নাত আমলসমুহ

সহিহ হাদিসের আলোকে ঘুমের আগে সুন্নাত আমলসমুহ:
1.ঘুমিয়ে যাওয়ার
আগে এই দোয়াটি পড়বেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া অর্থাৎ
হে আল্লাহ্! আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই পুর্নজীবিত
হই.বুখারী -6312.
2.ঘুম থেকে জেগে উঠে এই দোয়া পড়বেনঃ আলহামদুলিল্লাহি
ললাজি আহইয়ানা বা’দামা আমাতানা ওয়া ইলাইহিননুশুর. অর্থাৎ সমস্ত
প্রসংশা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন,
আমরা পুর্নজীবিত হয়ে তার নিকটেই ফিরে যাবো. বুখারী -6312
3.দুই হাতের তালু একত্রে করে এর মধ্যে সুরা ইখলাস, ফালাক ও নাস
তিনবার করে পাঠ করে ফু দিবে.পরে পুরো শরীর মুছে দিবেন, যতদুর সমভব
(মাথা ও মুখ মনডল সহ.)বুখারী -5017
4.আয়াতুল কুরসী পাঠ করা.বুখারী -3275.ফজিলত -একজন
ফিরেসতা নিয়োগ করে দেন বান্দার উপকারে .
5.ডান কাতে শুয়ে ও ডান হাত গালের নিচে দিয়ে নিচের
দোয়াটি পড়বেন. আল্লাহুম্মা কিনি’ই আযা-বাকা ইয়াওমা তাবআসু
ইবাদাকা অর্থাৎ হে আল্লাহ্! যেদিন আপনি আপনার
বান্দাগণকে পুর্নজীবিত করবেন. সে দিনের(পরকালীন) আযাব
হতে আমাকে বাচান. তিনবার পড়তে হবে.আবু
দাউদ -5045.তিরমিযী -3398.
6.শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু 34
বার পড়তে হবে. বুখারী-5362 ও মুসলিম-2728.
7.সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা.বুখারী ও মুসলিমে আছে,
যে বেক্তি এই দুই আয়াত পাঠ করবে, তার জন্য এই আয়াত দুটোই যতেষ্ট
হবে মানে বিপদাপদ ও শয়তানের অনিষ্ঠ থেকে রক্ষা পাবে.
বুখারী -5009 ও মুসলিম-807.
8.অযু অবস্থায় ঘুমাবেন ‘মুসলিম-2710
9.ডান কাত হয়ে ঘুমাবেন, বুখারী -247 ও মুসলিম-2710
10.ডানহাত গালের নিচে দিয়ে ঘুমাবেন. আবু দাউদ -5045
11.বিসমিল্লাহ্ বলে বিছানা ঝাড়ু দিবেন, বুখারী-6320 ও মুসলিম 2714.
12. সুরা কাফিরুন পাঠ করা. আবু দাউদ 5055,তিরমিজি ও আহমাদ. মানুষের
অভ্যাস অনুযায়ী বর্তমানে দিনে ও রাতে 2-3 বার
ঘুমায় .তাহলে এগুলো পাঠ করতে হবে. ঘুমানোর আগে এইসব জিকির
আদায় করা মানে বান্দা যেন তার এ দিনটি আল্লাহর জিকির ও
আনুগত্যে এবং তার উপর নির্ভর করা এবং তার উপর সাহায্য
প্রার্থনা করা এবং তার একত্ববাদের(তাওহীদের) স্বীকৃতি দিয়ে শেষ
করলো.আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সহিহ আমল করার তৌফিক
দান করুন. আমিন!!

Exit mobile version