Site icon Tawheed Media

শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল অনলাইন ও অফলাইনে দাওয়াহ এর ময়দানে এক উজ্জ্বল নাম

❝শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল❞ অনলাইন ও অফলাইনে দাওয়াহ-এর ময়দানে এক উজ্জ্বল নাম।
▬▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬▬
শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি (হাফিযাহুল্লাহ) ১৯৮২ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার এক স্বনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কৃতিত্বের সাথে ১৯৯৬ সালে দাখিল (এসএসসি), ১৯৯৮ সালে আলিম (এইচএসসি), ২০০০ সালে ফাজিল (স্নাতক) পাশ করার পাশাপাশি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, ঢাকা থেকে-দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
.
শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (হাফিযাহুল্লাহ) বাংলাদেশের তরুণ উদীয়মান আলেমদের একজন, যিনি বাংলাদেশের মাদ্রাসার গণ্ডি পেরিয়ে, বর্তমান দুনিয়ার ইসলামি শিক্ষার শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে তিনি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ- থেকে ২০০৭ সালে লিসান্স সম্পন্ন করেন।
.
পড়াশোনা শেষ করে শাইখ হিজরি ১৪২৮ মোতাবেক ২০০৭ খৃষ্টাব্দ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের স্বনামধন্য দাওয়াহ ও গবেষণা প্রতিষ্ঠান জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারে দাঈ, শিক্ষক ও গবেষক হিসেবে কর্মরত রয়েছেন।
.
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করেন অথচ শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল হাফি. কে চিনে না এমন মানুষ খুব কমই রয়েছে। তিনি গবেষণার পাশাপাশি বিভিন্ন সময়ে সালাফদের মানহাজ-এর আলোকে সুস্পষ্ট দলিলের ভিত্তিতে গুরুত্বপূর্ণ লেখনীর মাধ্যমে দ্বীনের মৌলিক মাসআলা-মাসায়েল গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দ্বীনের খেদমত করে চলেছেন।শাইখের লেখনীর মাধ্যমে হাজারো মানুষ দ্বীন সম্পর্কে তাদের অজানা বিষয়গুলো খুব সহজেই জেনে নিতে পারছেন। আলহামদুলিল্লাহ।
সর্বস্তরের মানুষের মাঝে বিশুদ্ধ ইলমি খেদমত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শাইখ বেশ কিছু বই লিখেছেন ও অনুবাদ করেছেন এবং বহু বই সম্পাদনা করেছেন। আলহামদুলিল্লাহ
➤ শাইখের লিখিত কিছু বইয়ের তালিকা:
▪️১. আকিদা (আকিদা বিষয়ক ৫০টি প্রশ্নোত্তর ও আকিদার সারকথা (প্রকাশিত)
▪️২. দুই নক্ষত্র (আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী ও শাইখ নাসিরুদ্দিন আলবানি রাহ. এর সংক্ষিপ্ত জীবনী (প্রকাশিত)
▪️৩. ইয়েমেনের বিদ্রোহী হুতি শিয়াদের আসল চেহারা (প্রকাশিত)
▪️৪. তওবা জান্নাতের সিঁড়ি (প্রকাশিত)
▪️৫. ইসলাম প্রচারের ৭২টি হৃদয়গ্রাহী পদ্ধতি (সম্পাদিত/প্রকাশিত)
▪️৬. মৃত্যু ও কবর সম্পর্কে করণীয় ও বর্জনীয় (অপ্রকাশিত)
▪️৭. ইসলামে মানবাধিকার (অনুদিত/অপ্রকাশিত)
▪️৮. আল্লাহর সুন্দর নাম সমূহের ব্যাখ্যা (অনুদিত/অপ্রকাশিত)
▪️৯. ইসলামের সৌন্দর্য (অনুদিত/অপ্রকাশিত)
▪️১০. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বহু বিবাহ এবং ইসলাম বিদ্বেষীদের দাঁতভাঙ্গা জবাব (অনুদিত/অপ্রকাশিত)
▪️১১. প্রেরণা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চরিত্র মাধুরী (অনুদিত/অপ্রকাশিত)
▪️১২. কুরআনখানি ও ইসালে সওয়াব (অনুদিত/অপ্রকাশিত)
▪️১৩. ১০০টি কবিরা গুনাহ (অনুদিত/অপ্রকাশিত)
▪️১৪. ঈমান দুর্বলতা: কারণ ও চিকিৎসা (অনুদিত/অপ্রকাশিত)
▪️১৫. বছর ব্যাপী সুন্নত ও বিদআত (চলমান)
▪️১৬. আল ইরশাদ ইলা সহিহুল ইতিকাদ (শাইখ সালেহ আল ফাওযান-চলমান)
.
➤ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে শাইখের সাথে যুক্ত হয়ে সালাফদের মানহাজ-এর আলোকে আকিদা ও মানহাজের বিশুদ্ধ ইলম অর্জন করতে পারেন:
◍ ফেসবুক আইডির লিংক:

◍ ফেসবুক পেইজের লিংক:

◍ টেলিগ্রাম @AbdullahilHadi
◍ শাইখের ইউটিউব চ্যানেলের লিংক:
https://www.youtube.com/c/abuafnan
◍ WhatsApp নাম্বার: +966571709362
◈ শাইখের লিখুনি প্রকাশিত করে এমন কিছু ওয়েব সাইট:

সহীহ আক্বীদাহ


https://islamqabd.com
◈ প্লে স্টোরে যে সব অ্যাপে শাইখের লিখুনি পাওয়া যাবে:
https://play.google.com/store/apps/details?id=com.sahihaqidah.qa
https://play.google.com/store/apps/details?id=abdullahil.hadi
.
পরিশেষে দুআ করি, মহান আল্লাহ শাইখকে হায়াতে তাইয়েবা দান করুক, সকল অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করুন, দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন এবং মহান রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। آميــــــــــــــــن يارب العالميــــــــــــــــن.
______________________
উপস্থাপনায়,
জুয়েল মাহমুদ সালাফি।

Exit mobile version