Site icon Tawheed Media

রাগ বা অভিমান করে চিকিৎসা না করার কারণে মৃত্যু বরণ করা আত্মহত্যার শামিল

প্রশ্ন: কোনো রোগী যদি রাগ করে বা অভিমান বশত: ডাক্তার না দেখান এবং সেই রোগের কারণে যদি তার মৃত্যু হয় তবে কি তিনি গুনাহগার হবেন?

উত্তর: আল্লাহ তাআলা যেমন রোগ দিয়েছেন রোগের চিকিৎসাও দিয়েছেন। কেউ তা জানে আর কেউ জানে না।
রাসূল সা. নিজেও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং সাহাবীগণ চিকিৎসা করেছেন।
সুতরাং চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। (অনেকে আলেমের মতে ওয়াজিব)।

আলেমগণ বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে চিকিৎসা গ্রহণ না করার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে বা শরীরে অঙ্গহানী হয় তাহলে সে গুনাহগার হবে। আর মৃত্যু বা অঙ্গহানী পর্যন্ত না গড়ালে গুনাহগার হবে না।

সুতরাং আমরা বলব, রাগ বা অভিমান করে চিকিৎসা গ্রহণ না করার কারণে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে তা আত্মহত্যার শামিল হবে যা কবীরা গুনাহ।
আল্লাহ ক্ষমা করুন। আমীন।
_____
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Exit mobile version