Site icon Tawheed Media

মাগরিবের আযানের সময় শুয়ে থাকা নিষেধ এবং যে কোন আযানের সময় টয়লেটে যাওয়া যাবে না এটা ভিত্তিহীন ও মুর্খতা সুলভ কথা

মাগরিব আযানের সময় শুয়ে থাকা এবং যে কোন আযানের সময় টয়লেটে যাওয়ার বিধান সব সময় শুনে এসেছি যে, মাগরিবের আযানের সময় শুয়ে থাকা যাবেনা এবং যে কোন আযানের সময় টয়লেটে যাওয়া যাবে না’- আসলে এই  নিষেধাজ্ঞা কি শরীয়সম্মত

: মাগরিবের আযানের সময় শুয়ে থাকা নিষেধ এবং যে কোন আযানের সময় টয়লেটে যাওয়া যাবে না! এটা ভিত্তিহীন ও মুর্খতা সুলভ কথা।

☼একজন ঈমানদারের জন্য সাধারণ কতর্ব্য হল, আযান হলে সালাত আদায়ের প্রস্তুতি নেয়া এবং মসজিদে যাওয়া। কিন্তু বিশেষ প্রয়োজনে শুয়ে থাকতে বাধা নেই।

☼বিনা প্রয়োজনে শুয়ে থেকে জামাআত পরিত্যাগ করা বা সালাতের সময় পার করে দেয়া কোন ভাবেই বৈধ নয়। চাই তা মাগরিবের সালাত হোক বা অন্য কোন সালাত।

☼টয়লেটে যাওয়ার প্রয়োজন দেখা দিলে নামায ছেড়ে দিয়ে যখন টয়লেটে যাওয়া জায়েয আছে, পেশাব-পায়খানার চাপ দেখা দিলে জামাআত বাদ দিয়েও যখন তা সমাধান করা বৈধ তখন ‘আযানের সময় টয়লেটে যাওয়া যাবে না!’ এমন কথা কতটুুক সঠিক তা সাধারণ বিবেকেই বুঝা যায়। এ সব অদ্ভূত কথা কে শোনায় আল্লাহ ভাল জানেন।

উত্তর দিয়েছেন শাইখ Abdullahil Hadi

Exit mobile version