Site icon Tawheed Media

বৈঠকের আদব সমূহ

১) আল্লাহর যিকির, প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর
উপর দুরুদ, তাওবা-ইস্তিগফার ইত্যাদির মধ্যমে বৈঠককে সমৃদ্ধ করা।

২) কোন ব্যক্তিকে তার স্থান থেকে উঠিয়ে সেখানে বসা নিষেধ।

৩) কোন ব্যক্তি তার স্থান থেকে উঠে যাওয়ার পর পুনরায়
ফিরে আসলে সেই উক্ত স্থানের হকদার।

৪) বৈঠকে হাজির হওয়ার সময় ও বৈঠক থেকে
উঠে যাওয়ার সময় সালাম প্রদান করা।

৫) বৈঠকে আগন্তুক ব্যক্তিকে বসার সুযোগ করে দেয়া।

৬) পরে আসলে বৈঠকের শেষ প্রান্তে বসা।

৭) দু জন মানুষের মাঝখানে তাদের অনুমতি ছাড়া না বসা।

৮) রোদ ও ছায়ার মাঝামাঝি না বসা।
৯) রাস্তায় বৈঠক না করা।

১০) বৈঠকের গোপনীয়তা প্রকাশ না করা।

১১) বৈঠকে এমন বিষয় আলোচনা না করা যা আল্লাহকে অসন্তুষ্ট করে।

১২) কোন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে হাসি-ঠাট্টা
বা মানহানীকর বিষয় আলোচনা থেকে বিরত থাকা।

১৩) বৈঠক শেষ হলে বৈঠক শেষের দুয়া পাঠ করা।

গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Exit mobile version