Site icon Tawheed Media

বিনয় ও নম্রতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদীস

হাদীসে কুদসীতে আল্লাহ বলেন, ‘আমি কেবল সে সব লোকের সালাতই কবুল করি, যারা আমার মর্যাদার সামনে বিনয়াবনত হয় এবং আমার সৃষ্টির সাথে রূঢ় আচরণ করে না….।’ (বাযযার, আল-মুসনাদ, হাদীস নং ৪৮২৩ ও ৪৮৫৫)
.
‘যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত, বস্তুতপক্ষে সে সর্বপ্রকার কল্যাণ থেকেই বঞ্চিত।’ (সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৬৩ ও ৬৭৬৪)
.
‘মুমিন হচ্ছে ভালোবাসার উজ্জ্বল প্রতীক। যে ব্যক্তি কাউকে ভালোবাসে না এবং তাকেও কেউ ভালোবাসে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই।’ (আহমাদ, আল-মুসনাদ, হাদীস নং ৯১৯৮ ও ২২৮৪০)
.
বিঃদ্রঃ এখানে বিয়েপূর্ব ছেলে-মেয়ের হারাম ভালোবাসাকে বুঝানো হচ্ছে না 🙂
.
‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নম্রতা অবলম্বন করবে, আল্লাহ তা’আলা তার সম্মান বাড়িয়ে দেবেন।’ (সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৫৭)

Exit mobile version