Site icon Tawheed Media

প্রবৃত্তি ও শয়তানের ডাকে যখন নারী সাড়া দেয়

হে নারী !

প্রবৃত্তি ও শয়তানের ডাকে যখন নারী সাড়া দেয়, তখন তার ইচ্ছে করে নিজেকে সুসজ্জিত করে পর পুরুষের সামনে পেশ করতে ।

প্রকাশ -ব্যাকুল হতে ।তখন সে ভুলে যায়. …আল্লাহর অভিসম্পাতের কথা ।তার ভয়াবহ পরিনতির কথা ।

যেভাবে এবং যা করে নারী নিজেকে সাজায়, তা যেমন অরুচিকর, তেমনি শরীয়তে নিষিদ্ধ ।এর মধ্যে একটি হলো – ভ্রুকে সরু করা -উপরে ফেলা ।

যে নারী এমন কাজ করলো, সে শয়তানের নির্দেশই পালন করলো ।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) এর সূত্রে আবু দাউদ শরীফে বলা হয়েছে :-
উল্কি চিহ্ন যারা নিজে আঁকে এবং আরেকজনকে এঁকে দিতে বলে, যারা ভ্রু সরু করে এবং কপালের চুল উপড়ে ফেলে তারা আল্লাহ্‌র সৃষ্টির পরিবর্তনকারী।তাদের উপর আল্লাহর রাসূল (সাঃ) অভিসম্পাত দিয়েছেন ।

হে নারী !
এমন কাজ কেমন করে তুমি করতে পারো. …..যার পরিনতি আল্লাহর অভিশাপ ।

আল্লাহর প্রতি ঈমানের দাবি হলো , তিনি যা করতে বলেছেন তা করা আর যা নিষেধ করেছেন তা না করা ।কেউ যদি কোন সম্প্রদায়ের সাথে মিশে যায়, তাহলে সে তাদের মধ্যেই গন্য হবে ।

বোঝা গেল, যে ভালবাসবে যাকে তার হাশর হবে তারই সাথে ।তুমি হয়তো বলবে, অনেকেই তো তা করছে,

তাহলে আমি বলবো, অনেকেই তো মূর্তি পূজা করছে, তাই বলে তুমিও কি তাদের মতো মূর্তি পূজা করবে ?

অনেকেই ক্রুশ চিহ্ন ঝুলিয়ে রাখে ।তুমিও কি তাদের অনুসরণ করবে ?

আর হাশরের দিন তোমার আমল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে ।

পৃথিবীতে তোমার জন্মের ধাপ লক্ষ করো :-
প্রথমে তুমি ছিলে তোমার পিতার ‘পৃষ্ঠদেশে, -একা ।

তারপর এসেছ মায়ের র্গভে-একা।

তারপর পৃথিবীতে -একা।

মরবেও তুমি -একা।

পুনরুত্থিত হবে -একা।

পুলসিরাত তোমাকে পার হতে হবে -একা ।

আমলনামা পেশ করা হবে -একা।

আল্লাহর সামনে তুমি জিজ্ঞাসিত হবেও -একা ।

তাই বুঝে- শুনে আমল করো ।

Exit mobile version