Site icon Tawheed Media

প্রচলিত কুসংস্কার : বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে

কেউ তা করলে সে জন্য আল্লাহতা‘আলার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু তার পরিবর্তে কোন কিছু দান করার হুকুম নেই। অবশ্য যদি বিড়াল বা কোন প্রাণী হিংস্র বা ক্ষতিকারী হয়, তাহলে তার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে তাকে বেশী কষ্ট না দিয়ে সহজভাবে মারা যায়। এতে কোন কোন গুনাহ হবে না।
বিড়াল মারলে আড়াই কেজি লবন দিতে হবে, এমন ভিত্তিহীন নিয়ম বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে। বিড়াল মারলে তার পরিবর্তে লবণ দান করতে হয় এমন কোন হুকুম শরীয়তে নেই। এটা মানুষের বানানো ভিত্তিহীন কথা। তবে শরয়ী কোন কারণ ছাড়া বিড়াল বা অন্যকোন প্রাণীকে কষ্ট দেয়া বা মারা ঠিক নয়। তা গুনাহের কাজ।
কেউ তা করলে সে জন্য আল্লাহতা‘আলার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু তার পরিবর্তে কোন কিছু দান করার হুকুম নেই। অবশ্য যদি বিড়াল বা কোন প্রাণী হিংস্র বা ক্ষতিকারী হয়, তাহলে তার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে তাকে বেশী কষ্ট না দিয়ে সহজভাবে মারা যায়। এতে কোন কোন গুনাহ হবে না।
Exit mobile version