Site icon Tawheed Media

জিনেরা কি গায়েব জানে

প্রশ্নঃ জিনেরা কি গায়েব জানে ?

উত্তরঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহ):

জিনেরা গায়েব জানে না। আল্লাহ্‌ ব্যতীত আকাশ-জমিনের কোন মাখলুকই গায়েবের খবর রাখে না।

মহান আল্লাহ্‌ বলেন,

যখন আমি তার [সুলাইমানের] মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। তারা [ধীরে ধীরে] সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে, যদি তাদের অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকতো তারা এই লাঞ্চনাপূর্ণ শাস্তিতে পড়ে থাকতো না।

(সাবা, আয়াত ১৪)

সুতরাং যে ব্যক্তি ইলমে গায়েবের দাবী করবে সে কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি কাউকে ইলমে গায়েব জানে বলে বিশ্বাস করবে, সেও কাফের।

কারণ আল্লাহ্‌ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না।

আল্লাহ্‌ বলেন,

বলুন আসমানে-যমিনে আল্লাহ্‌ ব্যতীত অন্য কেউ গায়েবের খবর জানে না।

(আন-নামল, আয়াত ৬৫)

যারা ভবিষ্যতের সংবাদ জানে বলে দাবী করে, তাদেরকে গণক বলা হয়।

নাবী (সা) বলেছেনঃ

যে ব্যক্তি কোন গণকের কাছে এসে কোন কিছু জিজ্ঞাসা করল, চল্লিশ দিন পর্যন্ত তার সলাত কবুল হবে না।

(সহীহ মুসলিম, অধ্যায় কিতাবুস সালাম)

গণকের কথা বিশ্বাস করলে কাফেরে পরিণত হবে। কারণ গণকের কথা বিশ্বাসের মাধ্যমে সে আল্লাহ্‌র নিম্নলিখিত বাণীকে মিথ্যাপ্রতিপন্ন করল।

আল্লাহ্‌ বলেন,

আসমান-যমিনে আল্লাহ্‌ ব্যতীত অন্য কেউ গায়েবের খবর জানে না।

(আন-নামল, আয়াত ৬৫)

Exit mobile version