হারিয়ে যাওয়া একটি যিকর বা দুআ হলো- ইয়া যাল-জালালি ওয়াল-ইকরাম। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা নিয়মিত বেশি বেশি ‘ইয়া যাল-জালালি ওয়াল-ইকরাম’ পাঠ করো। (তিরমিযি, হাদীস নং ৩৫২৪/৩৮৬৮)। এটি মূলত: আল্লাহর ৯৯টি নামের একটি।
এই নাম বেশি বেশি জপতে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে। জালাল শব্দটি সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বড়ত্ত্ব ও মহত্বের অর্থ বহন করে। আর ইকরাম শব্দের মধ্যে উদারহস্তে দান ও বাদান্যতার অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে- একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছেন আবার পাশাপাশি তাঁর কাছে ‘প্রার্থনা’ও করছেন।
নবীজি (সা:) যা বেশি বেশি জপতে বলেছেন, আপনার কি তা কমও জপা হয়? উত্তর ‘না’ হলে এখনি শুরু করুন-ﻳﺎﺫﺍ ﺍﻟﺠﻼﻝ ﻭﺍﻹﻛﺮﺍﻡ (ইয়া যাল-জালালি ওয়াল-ইকরাম)। অর্থাৎ হে বড়ত্ত্ব, শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বদান্যতার অধিকারী।