শির্ক কি? শির্ক কত প্রকার? এবং শির্কের ভয়াবহতা

✔উঃ০১ = শির্ক শব্দটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে
১— অংশ, অংশীদার
২— সংমিশ্রণ,
৩— মিলানো, ও
৪— সমান করা,
✔উঃ০২ = শির্ক প্রধানত দুই প্রকার,
১— শির্কে আকবার, সবচেয়ে বড় শির্ক
২— শির্কে আসগার, সাধারণভাবে বড় শির্ক. ..
✔উঃ০৩ = এর ভয়াবহতা সম্পরকে মহান আল্লাহ্ (সুবঃ) এরশাদ করেন.
?“ নিশ্চই শির্ক বড় জুলুম ”
◀সুুরা : লুকমান : আঃ নং ১৩▶
?“ নিশ্চই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না ; এ ছাড়া সব কিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং কেউ আল্লাহর সাথে শরীক করলে সে ভিষণভাবে পথভ্রষ্ট হয় ”
◀সুরা : নিসা : আঃ নং ১১৬▶
?“ আর নিশ্চই আমি প্রত্যেক জাতির মধ্যে এ বলে রাসুল প্রেরণ করেছি যে, তোমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে এবং গাইরুল্লাহর ইবাদত হতে দুরে অবস্থান করবে ”
◀সুরা : নাহল : আঃ নং ৩৩▶
?“ কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন ; এবং তার আবাস হবে জাহান্নাম ; যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই ”
◀সুরা : মায়িদা : আঃ নং ৭২▶
?“ তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার সাথে কোন কিছুকেই শরীক করো না ”
◀সুরা : আনআম : ১৫১ – ১৫৩▶
?“ অর্থাৎ তাদের অধিকাংশই আল্লাহ তা’আলাকে বিশ্বাস করে ; অথচ তারা মুশরিক ”
◀সুরা : ইউসুফ : আঃ নং ১০৬▶
?“ জনগনের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ্ ছাড়াও অপর কতককে তার শরীক বানিয়ে নিয়েছে তারা তাদেরকে আল্লাহর ভালবাসার মতোই ভালোবেসে থাকে ”
◀সুরা : বাকারা : ১৬৫▶
?“ আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ হতে পড়লো, এরপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো ”
◀সুরা : হাজ্জ : আঃ নং ৩১▶
?“ অর্থাৎ যারা আল্লাহ্ তাআলার উপর ঈমান এনেছে এবং নিজ ঈমানকে শির্ক দারা কলুষিত করেনি প্রকৃত পক্ষে তাদের জন্যই রয়েছে শান্তি ও নিরাপত্তা এবং তারাই সঠিক পথপ্রাপ্ত ”
◀সুরা : আন্আম : আঃ নং ৮২▶
→ এ জগন্ন ক্ষমাহীন অপরাধ সম্পরকে রাসুলুল্লাহ (সা) এর বাণী …
→” যে ব্যক্তি এমতাবস্থায় মৃত্যু বরন করলো যে—সে আল্লাহর সাথে কোন বস্তু বা ব্যক্তিকে শরিক করেছে তাহলে সে নিশ্চিতভাবে জাহান্নামে প্রবেশ করবে,,,(বুখারী, হা:১২৩৮, ৪৪৯৭, ৬৬৮৩, মুসলীম হা: ৯২)
→তুমি আল্লাহর সাথে কোন ব্যক্তি/বস্তুকে শরিক করোনা! যদিও তোমাকে হত্যা করে জালিয়ে দেওয়া হয় -(মুসলীম হা:৯৩/তাবরানী কাবীর হা:৪৭৯/ আওসাত হা:১৫৬/বায়হাকী হা:১৪৫৫৪)
→ যে ব্যক্তি এমতাবস্থায় মারা গেল যে সে আল্লাহ তাআলার সাথে কোন ব্যক্তি বা বস্তু কে শরীক করছে তাহলে সে নিশ্চিতভাবে জাহান্নামে প্রবেশ করবে ”
(বুখারী হা: ১২৩৮, ৪৪৯৭, ৬৬৮৩, মুসলিম হা: ৯২)
শির্কের ভয়াবহতা সম্পরকে জানার জন্য আরো হাদীস দেখুন .. [মুসলিম: ৯৩, তাবারানী হা: ৪৭৯ আওসাত হা: ১৫৬, বায়হাকী হা: ১৪৫৫৪ মুসলিম হা: ৯৭৬, আবু দাউদ হা: ৩২৩৪, ইবনু মাজাহ হা: ১৫৯৪, ইবনু হিব্বান হা: ৩১৫৯, বাগাওয়ী হা: ১৫৫৪, নাসায়ী হা: ৪/৯০ আহমাদ হা: ২/৪৪১ হাকিম হা: ১/৩৭৫, বায়হাকী হা: ৪/৭০, ৭৬, ৭/১৯০]
Share: