আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
✅ আল্লাহ তাআলার সন্তুষ্টি ও মনে প্রশান্তি লাভের অন্যতম উপায় গুলোর একটি হচ্ছে যিকর (আল্লাহ তাআলার স্মরণ) । আল-কুরআন ও সহীহ হাদিসে বিভিন্ন জায়গায় সঠিক নিয়মে যিকর করার (দুনিয়া ও আখিরাতে) যেমন সুফল সম্পর্কে বলা হয়েছে ঠিক তেমনিভাবে, যিকর না করার মারাত্মক কুফল সম্পর্কেও অতি গুরুত্বের সাথে বলা হয়েছে ।
?
?
?
❎ আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন থেকে যেমন একজন মুসলিম পথভ্রষ্টতার দিকে ধাবিত হয় ও বিভিন্ন গুনাহের ক্ষেত্র সৃষ্টি করে ঠিক তেমনিভাবে, আল-কুরআন ও সহীহ হাদিস নির্দেশিত পদ্ধতি ও শব্দে যিকর না করলেও বিদআতী বলে গণ্য হতে হবে যার শেষ পরিণাম (বিনা তাওবায় মারা গেলে) আখিরাতের বিভিন্ন পর্যায়ে শাস্তি এমনকি জাহান্নাম (নাউজুবিল্লাহ) ।
❌
?
?
? নিম্নোক্ত লিখনীতে যিকর ও দুরুদ পাঠ করা থেকে উদাসীন থাকার কুফল নিয়ে আল-কুরআন ও সহীহ হাদিসের আলোকে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে । ?
♻ নিচে যথাক্রমে নাম ও পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হল ?
যিকর ও দুরুদ পাঠ না করার দুনিয়া এবং আখিরাতে পরিণতি (পর্ব ০১)
অথবা
https://drive.google.com/file/d/0B0_J-Dyjaa1gSVdXdXJPS1BVY00/view