চুল ঘন হলে তাতে যে কোন ধরণের স্টাইল করা যায়। আপনি চুলে কালার করেন বা যেকোনো কাট দেন না কেন এতে আপনাকে সবসময় সুন্দর লাগবে। সকলে উজ্জ্বল, ঝলমলে ও ঘন চুলের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করেন। মাত্র ৩টি উপকরণ দিয়ে আপনি নিজেই একটি প্যাক তৈরি করে নিতে পারেন যা আপনার চুল মাত্র ২ সপ্তাহে ঘন হয়ে যাবে।
উপাদান:
১. রেড়ীর তেল (কাস্টর অয়েল) ১ টেবিল চামচ
২. ডিমের কুসুম ২ টেবিল চামচ
৩. অ্যালোভেরার রস ১ টেবিল চামচ
তৈরিকরণ পদ্ধতি:
একটি বাটিতে সকল উপকরণ একসাথে মিশিয়ে নিন। যখন মিশ্রণটি ভালভাবে মিশে যাবে তখন আপনার চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর্যন্ত মাথায় তা লাগিয়ে রাখুন। এরপর ধীরে ধীরে ৫ মিনিট পর্যন্ত ম্যাসেজ করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।