গোশতে টুকরা, গাছের পাতা, মাছের গায়ে, রুটিতে, বাচ্চার শরীর ইত্যাদিতে কোনও চিহ্ন যা দেখতে আল্লাহ, মুহাম্মদ বা ইসলামের বিশেষ কোন চিহ্নের মত মনে হলে বিচলিত হওয়ার কিছু নেই। হতে পারে বিষয়টি কাকতালীয়। এটি ইসলামের সত্যতার প্রমাণ বহন করে না। কেননা এমন বহু চিহ্ন দেখা যায়, যা দেখতে খৃষ্টানদের ক্রুশ, হিন্দুদের গণেশ বা অন্যান্য ধর্মের ধর্মীয় সিম্বল মনে হয়। তাই বলে তখন সেগুলো সে সব ধর্মের সত্যতার প্রমাণ হয়ে যায় না।
সুতরাং এ সব চিহ্ন, দাগ বা আকৃতি দেখে আমাদের কোন কিছুই করণীয় বা বর্জনীয় নেই। আমাদের কর্তব্য কুরআন-সুন্নাহ দেখে ইসলামের সত্যতা উপলব্ধি করা এবং তদনুযায়ী আমল করা।
আরও সতর্ক থাকা প্রয়োজন যে, অমুসলিমরা অনেক সময় ফেইক ছবি ফটোশপে এডিট করে বা ফেইক ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে মুসলিমদেরকে নিয়ে হাসি-তামাশা করে এবং তাদের ঈমানকে কৌতুকের বস্তুতে পরিণত করে । যেমন: আফ্রিকার জঙ্গলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সদৃশ গাছ, কাবা শরীফে ফেরেশতা অবতরণের দৃশ্য ক্যামেরায় ধরা পড়া ছবি, নেপালে মসজিদের মিনারা উড়ে যাওয়ার ভিডিও ইত্যাদি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমীন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।