দোয়া ১:
رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ
রব্বি আনযীলনি-মুন যালাম মুবারকাও ওয়া আন্তা খইরুল মুনযীলিন।
*‘হে আমার প্রতিপালক! আমাকে এমনভাবে অবতারণ কর, যা হবে কল্যাণকর; আর তুমিই শ্রেষ্ঠ অবতারণকারী।’*
♻বাহনে বসে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর বাহন নিরাপদে পৌছার জন্যও দু’আ করবে ও বলবে, *’আমাকে এমনভাবে অবতারণ কর, যা হবে কল্যাণকর; আর তুমিই শ্রেষ্ঠ অবতারণকারী।’*
(আল-মু’মিনূন 23:29)
♻ এই সঙ্গে সেই দু’আও পাঠ করা উচিত, যা নবী (সাঃ) যানবাহনে আরোহণ করার সময় পড়তেন। *’আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারালানা হাযা অমা কুন্না লাহু মুকরিনীন। অইন্না ইলা রাবিবনা লামুনক্বালিবূন।’*
(সূরা যুখরুফ ৪৩:১৩-১৪ আয়াত)
দোয়া ২:
رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا
*হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের কর উত্তমভাবে। আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান কর*
রব্বি আদ্খিল্নী মুদ্খলা ছিদ্ক্বিঁও ওয়া আখ্রিজনী মুখ্রাজ্বা ছিদ্ক্বিঁও অজ্ব‘আল্লী মিল্ লাদুন্কা সুল্ত্ব-নান্ নাছীরা-।
(সূরা আল-ইসরা – ১৭:৮০)