কবর জিয়ারতের ৩টি সহিহ এবং একটি ব্যাপক প্রচলিত জইফ দুআ:
◍ ১ম দুআ:
বুরাইদা রা. হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ কবর জিয়ারত করতে গেলে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই দুআটি পড়তে বলতেন:
السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ
“কবর গৃহের হে মুমিন-মুসলিম অধিবাসীগণ, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হব। আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করছি।” [সহীহ মুসলিম, অধ্যায়: গোরস্থানে প্রবেশ কালে কী বলতে হয়? হা/১৬২০]
◍ ২য় দুআ:
আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আমার ঘরে থাকতেন, সে রাতের শেষভাগে বাকিউল গারাকাদ (মদিনায় মসজিদে নববী সন্নিকটস্থ গোরস্তান) এ গিয়ে বলতেন,
السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ
“হে মুমিন কবর বাসীগণ, আল্লাহ তোমাদেরকে যার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দিয়েছেন (অর্থাৎ মৃত্যু) এবং আগামী কাল (কিয়ামত দিবসে) তোমাদেরকে যার প্রতিশ্রুতি দিয়েছেন তা দিবেন। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, বাকিউল গারকাদের বাসিন্দাদেরকে তুমি ক্ষমা করে দাও।”
[সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন, ১২/ জানাজা সম্পর্কিত, পরিচ্ছেদ: ২৯. কবরস্থানে প্রবেশের দুআ।]
৩য় দুআ:
«السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ, وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ. يَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَمِنْكُمْ وَالْمُسْتَأْخِرِينَ. نَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ, اَللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُمْ, وَلاَ تَفْتِنَّا بَعْدَهُمْ, وَاغْفِرْ لَنَا وَلَهُمْ»
“হে ক্ববরবাসী মুমিনগণ! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আমাদের ও আপনাদের অগ্রবর্তী ও পরবর্তীদের উপরে আল্লাহ রহম করুন। আমরা আমাদের ও আপনাদের জন্য আল্লাহ্র কাছে নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! তাদের পূণ্য থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। তাদের মৃত্যুর পরে আমাদেরকে আপনি ফেতনায় ফেলবেন না। আপনি আমাদেরকে এবং তাদেরকে ক্ষমা করে দিন’। [সহীহ মুসলিম, জানাযা অধ্যায়, হা/৯৭৪, ৯৭৫]
❒ কবর জিয়রাতের ব্যাপারে আমাদের সমাজে সুপ্রসিদ্ধ ও ব্যাপক প্রচলিত একটি জইফ/দুর্বল দুআ:
কবর জিয়ারতের দুআ হিসেবে আমাদের সমাজে একটি দুআ ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। সেটি হল:
السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ
“হে কবর বাসীগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন। আপনারা আমাদের পূর্বসূরি আর আমরা আপনাদের অনুগামী।” [তিরমিজি, হা/১০৫৩ [আল মাদানি প্রকাশনী], তিনি বলেন, হাদিসটি হাসান গরিব)
কিন্তু এ হাদিসটি সনদগতভাবে জইফ বা দুর্বল-যেমনটি ইমাম আলবানি রাহ. যঈফুত তিরমিযীতে [হা/১০৩৫] এবং তাখরিজুল মিশকাতিল মাসাবিহ গ্রন্থে [হা/১৭০৬] উল্লেখ করেছেন।
সুতরাং সনদগতভাবে দুর্বল দুআ না পড়ে সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদে যে দুআগুলো বর্ণিত হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করা উচিৎ।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।